এমসি কলেজ প্রতিনিধি

০৭ মার্চ, ২০২১ ১৭:৩৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমসি কলেজের শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক ৭ই মার্চে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টায় কলেজ প্রাঙ্গণে নির্মিত জাতির জনকের প্রতকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক ৭ই মার্চের আনুষ্ঠানিক কার্যক্রম।

শ্রদ্ধা নিবেদনের পর শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, শিক্ষক পরিষদ সম্পাদক পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষকমন্ডলী এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে বাঙালি জাতিকে মুক্তির বাণী শুনিয়েছিলেন। যার সফল পরিণতি আজকের বাংলাদেশ। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের আরেক নাম। ভার্চুয়াল সভার সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জেবিন আক্তার।

আপনার মন্তব্য

আলোচিত