ডেস্ক রিপোর্ট

১০ নভেম্বর, ২০১৫ ১৯:১৬

সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের সভা অনুষ্ঠিত

ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করা ও ব্যবসায়ীদের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগরের সর্বস্তরের তৃণমুল ব্যবসায়ীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত অরাজনৈতিক কল্যাণমূলক ব্যবসায়ী সংগঠন সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র আহবায়ক কমিটির উদ্যোগে ৯ নভেম্বর ২০১৫ সোমবার সন্ধ্যা ৬টায় পরিষদ’র অস্থায়ী কার্যালয় (প্রস্তাবিত এফ এন্ড এইচ কমপ্লেক্স, ২য় তলা, জিন্দাবাজার পয়েন্ট, সিলেট)-এ আহবায়ক কমিটির প্রথম সভা এবং ধারাবাহিকভাবে সিলেট জেলার ১৩টি উপজেলা ও মহানগরের ২৭টি সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১৩টি উপজেলার ব্যবসায়ীদের সমন্বয়ে সিলেট জেলা কমিটি ও সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ব্যবসায়ীদের সমন্বয়ে মহানগর কমিটি গঠনের লক্ষ্যে এবং সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দেয়ার লক্ষ্যে শীঘ্রই সিলেট জেলার ১৩টি উপজেলা ও সিসিক’র ২৭টি ওয়ার্ডের ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাতের উদ্যোগ গ্রহণ করা হয়।

পরিষদের আহবায়ক কিবরিয়া হোসেন নিঝুমের সভাপতিত্বে সদস্য সচিব জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র অন্যতম উদ্যোক্তা মোঃ এহছানুল হক তাহেরের পরিচালনায় আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের মধ্য থেকে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মোঃ গুলজার খাঁন, চন্দন দে, সাংগঠনিক সচিব মোঃ জাকারিয়া ইমরুল, যুগ্ম সাংগঠনিক সচিব এম.এ.সালেহ চৌধুরী, মাহবুব উদ্দিন খাঁন লিটন, আব্দুল আহাদ শিকদার লিটন, অর্থ সচিব মোঃ হাবিবুর রহমান, যুগ্ম অর্থ সচিব মোঃ রুপন খাঁন, মোঃ মিজানুর রহমান মিজান, যুগ্ম প্রচার সচিব জাহেদুল ইসলাম জাফর, সদস্যদের মধ্য থেকে মোঃ দেলোয়ার হোসেন খাঁ, মোঃ আনোয়ার হোসেন, ব্যবসায়ীদের মধ্য থেকে মোঃ আবুল হাছান চৌধুরী, সৈয়দ মোঃ আতাউর রহমান।

সভায় গঠনতন্ত্র প্রণয়ন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত সপ্তাহের প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে নিয়মিত সভার তারিখ নির্ধারণ করা হয়। পাশাপাশি গঠনতন্ত্র প্রণয়নে কিবরিয়া হোসেন নিঝুমকে আহবায়ক মোঃ এহছানুল হক তাহের, মোঃ জাকারিয়া ইমরুল, মোঃ হাবিবুর রহমান হাবিব, এম.এ. সালেহ চৌধুরীকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট্য উপ-কমিটি এবং সাংগঠনিকভাবে সর্বস্তরের তৃণমুল ব্যবসায়ীদের সাথে যোগাযোগাগের জন্য কিবরিয়া হোসেন নিঝুমকে আহবায়ক, মোঃ গুলজার খাঁন, চন্দন দে, মোঃ জাকারিয়া ইমরুল, মাহবুব উদ্দিন খাঁন লিটন, মোঃ রুপন খাঁন, মোঃ আব্দুল আহাদ শিকদার লিটনকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট্য যোগাযোগ উপ-কমিটি গঠন করা হয়। 

আপনার মন্তব্য

আলোচিত