ডেস্ক রিপোর্ট

১৩ নভেম্বর, ২০১৫ ১৭:৪৭

ভূমিকমিশন গঠনের দাবিতে নগরীতে মিছিল

সমতল আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমিকমিশন গঠনের দাবিতে আগামী ১৫-১৬ নভেম্বর ২০১৫ তারিখের লংমার্চ উপলক্ষে আজ বিকাল ৪:৩০ টায় আদিবাসী ছাত্র পরিষদ ও আদিবাসী যুব পরিষদ নগরীতে প্রচার মিছিল করেছে।

মিছিলটি নগরীর গনকপাড়া থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গনকপাড়ায় এসে শেয় হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি হরেন্দ্রনাথ সিং। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক সুমিতা রবিদাস, আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলা আহ্বায়ক নবদ্বীপ লাকড়া, যুগ্ম-আহ্বায়ক হুরেন মুর্মু।

আপনার মন্তব্য

আলোচিত