সংবাদ বিজ্ঞপ্তি

১৯ মে, ২০২১ ০২:১৪

বড়লেখায় টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ২২ শিশু-কিশোর

মৌলভীবাজারের বড়লেখায় একটানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে প্রতিযোগীতায় বিজয়ী ২২ শিশু-কিশোরকে বাইসাইকেল দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী কয়েকজনকে শান্তনা পুরস্কার দেওয়া হয়।

উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সামাজিক সংগঠন বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের উদ্যোগে ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাহেদ আহমদের ব্যবস্থাপনায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রোববার (১৬ মে) স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইটাউরি মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ খাঁন।

বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জাফর আহমদ হিসামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক খোরশেদ আলম।

স্বাগত বক্তব্য রাখেন বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের সভাপতি আশফাক জুনেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার কাউন্সিলর জেহিন সিদ্দিকী, উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খাঁন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি রফিক উদ্দিন আহমেদ, বড়লেখা উপজেলা যুবলীগের সহ সভাপতি নাজমুল আবেদিন, সাংবাদিক মস্তফা উদ্দিন, বোয়ালী গ্রামের প্রবীণ মুরব্বী নিজাম উদ্দিন, আব্দুল খালিক, আব্দুর শাকুর খাঁন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালী গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল জলিল বাবুজান, আব্দুল কাইয়ুম, জামাল উদ্দিন, আব্দুল হান্নান লুদাই, ইব্রাহিম খান, আব্দুল মান্নান, হাফিজ কামাল আহমদ, মাতাব উদ্দিন, আব্দুস সবুর, সাহিন আহমদ, আমিনুর রসিদ, আবু বক্কর প্রমুখ।

বোয়ালী বায়তুল ফালাহ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ সুমন আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রসঙ্গত, জামাতে নামাজ প্রতিযোগিতায় ৮২ জন শিশু-কিশোর অংশ নেয়। এতে ২২ জন বিজয়ী হয়। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাহেদ আহমদ ছাড়াও কাওছার আহমদ, কাশেম আহমদ, আহমেদ মাসুদ, আলতাফ হোসাইন, ছাব্বির খান পৃষ্টপোষকতা করেন।

আপনার মন্তব্য

আলোচিত