দিরাই প্রতিনিধি

৩০ মে, ২০২১ ১৯:২৬

দিরাইয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের যাত্রা শুরু

ইসলামি শরিয়াহ ভিত্তিক পরিচালিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের আউটলেট দিরাই শাখার যাত্রা শুরু হয়েছে।

রোববার (৩০ মে) দুপুরে দিরাই পৌর শহরের অভিজাত জালাল সিটি সেন্টারের দ্বিতীয় তলায় ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ উপলক্ষে জালাল সিটির কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও আল আরাফাহ ইসলামী ব্যাংকে এফএস হাসানুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা।
স্বাগত বক্তব্য দেন, ব্যাংকের সিলেটের আম্বরখানা শাখার ব্যবস্থাপক এস এম গৌছ উদ্দিন সিদ্দিকী। উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আব্দুর রশিদ, আব্দুস ছাত্তার, দিরাই মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান, সমাজকর্মী আব্দুস জাহির আরিফুজ্জামান চৌধুরী,দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমী শাহজাহান সিরাজ, প্রভাষক মোস্তাক মিয়া, সমাজকর্মী মুজিবুর রহমান, বদরুল আলম হামজা, সাংবাদিক সৈদুর রহমান তালুকদার, শাহ শরীফ উদ্দিন, ইমরান আহমদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রমুখ।

আলোচনা শেষে ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। আউটলেট শাখার তত্ত্বাবধায়ক ফয়সল আহমাদ ও পরিচালক মুজাহিদুল ইসলাম সর্দার ব্যাংক পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত