জৈন্তাপুর প্রতিনিধি

০১ জুলাই, ২০২১ ১৫:০৯

জৈন্তাপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সময়ের সাহসী দৈনিক যায়যায়দিন পত্রিকার ষষ্ঠদশ শুভ জন্মদিন আজ। সাপ্তাহিক যায়যায়দিন যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করেছিল, অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ তা পৌঁছে গেছে লাখো পাঠকের দোরে। দৈনিক যায়যায়দিন ১৬ বছরে পদার্পণ উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (৩০ জুন) দুপুর ১২টায় জৈন্তাপুরে প্রেসক্লাব কার্যলয়ে প্রেসক্লাব সভাপতি শহেদ আহমদের সভাপতিত্বে ও যায়যায়দিন পত্রিকার জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি শোয়েব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার প্রদিপ কুমার দাস, জৈন্তাপুর মডের থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, জৈন্তাপুরে প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহমদ, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদনা গোলাম সারওয়ার বেলাল, অর্থ সম্পাদক শোয়েব আহমদ, প্রচার সম্পাদক শাহজাহান কবির খান, প্রেসক্লাব সদস্য রেজওয়ান করিম সাব্বির, কবি জোয়াহিদ আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, ইসাইল হোসেন, ফটোগ্রাফার হোসেন মিয়া প্রমুখ।

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, যায়যায়দিন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পত্রিকা। একসময় যায়যায়দিনের ম্যাগাজিন খুবই জনপ্রিয় ছিল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বলে যায়যায়দিন পত্রিকা ১৬ বছর সগৌরবে ঠিকে আছে। পত্রিকার সুনাম অব্যাহত রাখতে আপনারা আমাদের জীববৈচিত্র এবং প্রাকৃতিক সম্পদসহ এলাকার সমস্যার কথা বেশি করে তুলে ধরবেন। কারণ আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ দেশও জাতির কল্যাণে বিশেষ ভূমিকা রাখে।

উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার প্রদিপ কুমার দাস বলেন, আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া অনেক ঘটনা আমরা জানিনা কিন্তু সাংবাদিকরা তাদের অনুসন্ধানী দৃষ্টি দিয়ে সে সব ঘটনা তাদের পত্রিকায় তুলে ধরেন। আমরা আশা করব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন যে সংবাদ মানুষের কল্যাণে কাজ করে।

আপনার মন্তব্য

আলোচিত