সংবাদ বিজ্ঞপ্তি

২০ জুলাই, ২০২১ ১৯:০১

রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর সিলেট অঞ্চলের রোটারি ক্লাব সমূহের পক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত ৫০০ শতাধিক মানুষের মধ্য চাল, ডালসহ ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে সিলেট নগরীর সুবিদবাজার ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সিলেট অঞ্চলের রোটারি ক্লাব সমূহের সভাপতি গনের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় তিনি বলেন, রোটারি ক্লাব সব সময় মানবতার কল্যাণে কাজ করে। শুরু থেকেই অসহায়, নিপীড়িত মানুষের ভাগ্যোন্নয়ে কাজ করছেন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ। সিলেটে এই করোনার সময়ে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর সিলেট অঞ্চলের রোটারি ক্লাব সমূহের পক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত ৫০০ শতাধিক মানুষের মধ্য চাল, ডালসহ ঈদ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম প্রশংসার দাবি রাখে। আমি আশা করি, ভবিষ্যতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিডিজি প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর, পিপিএ এইচ এম ফয়সাল আহমেদ, জোনাল কো-অর্ডিনেটর হানিফ মোহাম্মদ (সুরমা জোন), জোনাল কো-অর্ডিনেটর ফয়সল করিম মুন্না (কুশিয়ারা জোন), জোনাল সেক্রেটারি পিপি সামসুল আমীন রাকী (কুশিয়ারা জোন), জোনাল সেক্রেটারি পিপি মামুনুর রশীদ (সুরমা জোন), ডেপুটি গভর্নর পিপি সাহেদ হুসাইন, ওয়াদুদ আল-মামুন, আলমগির হোসেন, এসিস্ট্যান্ট গভর্নর, পিপি মাছুদ আহমদ চৌধরী, পিপি মিজানুর রহমান, পিপি আমিনুল রহমান শিবলু, পিপি এম এ রহিম, পিপি আব্দুল্লাহ আল-জাকির, পিপি আজুজুর রহমান, পিপি মোস্তফা কামাল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত