জগন্নাথপুর প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২১ ০২:২১

ইসহাকপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) নতুন সভাপতি ইকবাল হোসেন আনা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি মো. বদরুল ইসলাম।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শিক্ষানুরাগী মো. বদরুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলজার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ যীশুতোষ দাশ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী ইরা মিয়া, ফরুক মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার আব্দুল লতিফ, যুক্তরাজ্য প্রবাসী শাহ জিল্লুল করীম, শিক্ষানুরাগী লেচু মিয়া, ডা. আছকির খান, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর শাহিন মিয়া, দৈনিক উত্তরপূর্বের নিজস্ব প্রতিবেদক বাপ্পা মৈত্র, সমাজসেবী আলাউর রহমান, মনোয়ার হোসেন, মমিন মিয়া, আব্দুল হাফিজ, আব্দুস সামাদ আবুল, হাজি আনোয়ার হোসেন, আখলুল করীম, জিয়াউর রহমান, শাহ নিজামুল করীম, আব্দুল কাহার, আব্দুল মালিক, পাবিল মিয়া, চাঁন মিয়া, সানাই উল্ল্যা, নুর মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বর্তমান সভাপতি মো. ইকবাল হোসেন আনা বিদ্যালয়ের উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলামের দেওয়া ৫০ হাজার টাকা, যুক্তরাজ্য প্রবাসী মো. মফজ্জুল মিয়ার দেওয়া ২৫ হাজার টাকা ও যুক্তরাজ্য প্রবাসী আফিয়া বেগমের দেওয়া ২৫ হাজার টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করেন।

বিদায়ী সভাপতি মো. বদরুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। একই সাথে বর্তমান সভাপতি মো. ইকবাল হোসেন আনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের বিদায়ী সভাপতিসহ শিক্ষক-কর্মচারীরা।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী ইকবাল হোসেন আনা ইতিপূর্বে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে দৈনিক উত্তরপূর্ব পত্রিকায় কমার্শিয়াল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত