সিলেটটুডে ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০১৫ ১২:৪৫

সরকার শহীদ বুদ্ধিজীবীদের চেতনার সাথে প্রতারণা করছে : গোলাম মোস্তফা ভুইয়া

শহীদ বুদ্ধিজীবীদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারীদের অবদান কোনো দিন ম্লান হবে না। শহীদ বুদ্ধিজীবীদেরআকাঙ্খিত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মানে আমাদের জাতীয় ঐকমত্য সৃষ্টি করা সময়ের দাবী। 

রবিবার (১৩ ডিসেম্বর) সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ন্যাপ নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

আলোচনায় অংশগ্রহণ করেন বিএমএল মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গণি শিকদার, সম্পাদক মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদার, সদস্য তোফাজ্জল হোসেন ভানু, সোলায়মান সোহেল, মো. বেলাল হোসেন, মো. জিল্লুর রহমান পলাশ প্রমুখ।

প্রধান অতিথির এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, বর্তমান সরকার একদলীয় নির্বাচনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের চেতনার সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুখে ফেনা তুললেও একদলীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কপালে কালিমা লেপন করেছে। আওয়ামী সরকারের অপরাজনীতির ফলে মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক শক্তি দুর্বল হয়ে পড়ছে, যা আগামী রাজনীতিতে ভারসাম্য নষ্ট করতে পারে।

তিনি বলেছেন, সরকার দেশে দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কিছুই নেই। তাই জনগণের একমাত্র ভরসা ভোটের ব্যালট। আওয়ামী লীগের ব্যালট ভীতি আছে, জনমনে শঙ্কা আছে, পৌর নির্বাচনে জোর জবরদস্তি হতে পারে। জনগণের রায় কেউ যাতে ছিনতাই করতে না পারে তার জন্য ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। তিনি বলেছেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের আয়োজনে নির্বাচন কমিশন বরাবরের মতো ব্যর্থ হচ্ছে। তারা ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করার দিকেই অগ্রসর হচ্ছে।

সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেছেন, রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। এ গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস চলবে না। বহুদলীয় গণতন্ত্রের জন্যেই স্বাধীনতার সংগ্রাম আর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ। সুতরাং স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের চেতনা শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্খিত জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামের কোন বিকল্প নাই।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামীকাল সকাল ৮টায় মীরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

আপনার মন্তব্য

আলোচিত