সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫৩

বিয়ানীবাজার নিউজ ২৪.কম’র মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

‘দেশকে জানো দেশের ইতিহাস জানো’ এ প্রতিপাদ্যে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে অনলাইন পত্রিকা বিয়ানীবাজার নিউজ ২৪.কম আয়োজিত মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় হুইপ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ. সেলিম উদ্দিন এমপি।

বিয়ানীবাজার নিউজ ২৪.কম এর সম্পাদক আহমেদ ফয়সাল এর সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক রাজু ওয়াহিদ ও নিজস্ব প্রতিবেদক হালিমা আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার আজিজুল পারভেজ, প্রাক্তন প্রধান শিক্ষক মতিউর রহমান, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাত, উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সম্পাদক সিদ্দিক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় হুইপ মোঃ. সেলিম উদ্দিন এমপি বলেছেন, বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে সংবাদপত্র তথা সাংবাদিকদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তথ্য প্রযুক্তির যুগে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীম। সংবাদ পত্র সমাজের দর্পণ আর সাংবাদিক হচ্ছেন সমাজের বিবেক উল্লেখ করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন পোর্টালগুলোর গুরুত্ব রয়েছে। বিশ^ এগিয়ে যাচ্ছে, রেখে বাংলাদেশকে সেভাবে এগিয়ে যেতে তরুণ প্রজন্মকে আধুনি জ্ঞান-বিজ্ঞানে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আতাউর রহমান, সহ-সম্পাদক তোফায়েল আহমদ টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল কুদ্দুছ টিটু ও সাংবাদিক শরিফুল ইসলাম মঞ্জু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত