ডেস্ক রিপোর্ট

২২ ডিসেম্বর, ২০১৫ ১৭:০৭

দক্ষিণ সুরমায় টিএমএসএস’র মেলা সম্পন্ন

দক্ষিণ সুরমার ৩নং তেতলী ইউনিয়নে দেশের স্বনামধন্য বেসরকারী সংস্থা টিএমএসএস কর্তৃক হতদরিদ্র, ভিক্ষুক, প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সমৃদ্ধি প্রকল্পের মাধ্যমে মেলা সম্পন্ন হয়েছে।

উক্ত প্রকল্পের সহায়তায় ছিল পিকেএসএফ। মেলা উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য অর্থনীতিবিদ পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা জাহেদা আহমদ, পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল করিম, পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন, সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএসএম ফেরদৌস, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম, অশোকা ফেলো এন্ড পিএইচএফ, পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক মোঃ মশিয়ার রহমান, টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবস্তী রায়, টিএমএসএস-এর পরিচালক মুনাওয়ার রেজা খান, যুগ্ম-পরিচালক মোঃ বজলুর রহমান, মোঃ রেজাউল করিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী হোসেন আকবর আলী, আলাউদ্দিন, ছালিক মিয়া, ফারুক মিয়া, আওয়ামীলীগ নেতা জিয়াউল হক শিশু, ফখরুল ইসলাম সাইস্তা, আতিকুর রহমান, বিএনপি নেতা মকবুল হোসেন ও ফয়েজ আহমদ, হাজী আবদুল আহাদ, শিক্ষক আব্দুস সালাম, টিএমএসএস-এর তেতলী ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচী সদস্য কালাম হোসেন, মুক্তিযোদ্ধা আলকাছ মিয়া, মোঃ ফাজিল মিয়া প্রমুখ।

মেলা উদ্বোধন শেষে অতিথিবৃন্দ প্রকল্প কার্যক্রমের সুবিধাভোগিদের উৎপাদিত পণ্যের বিভিন্ন স্টল ও সেবা ঘুরে দেখে মুগ্ধ হন। সম্মানিত অতিথিবৃন্দ তেতলী ইউনিয়নের বেটুয়ারপাড় গ্রামে ও মোহাম্মদ আঃ আহাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষা সহায়তা কেন্দ্র, ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, সমৃদ্ধি মেলা, লক্ষীপুর গ্রামের ওয়ার্ড কেন্দ্রে মাসিক সমন্বয় মিটিং ও প্রবীণ জনগেষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মসূচি পরিদর্শন করেন এবং তাদের উন্নয়নের গল্প শুনেন।

সমৃদ্ধি মেলার কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল ফ্রি ব্লাড গ্রুপিং, সমৃদ্ধি শিক্ষা সহায়তা কার্যক্রম, আয়বৃদ্ধিমূলক কার্যক্রম, পূনর্বাসন কর্মসূচি, ঔষধী গাছ ও নার্সারী ইত্যাদি।

সম্মানিত অতিথিবৃন্দকে মোহাম্মদ আঃ আহাদ উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়। ৩ নং তেতলী ইউনিয়ন পরিষদে আয়োজিত মত বিনিময় সভায় শ্রেষ্ঠ শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অতঃপর সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের সমাপ্তি হয়।

আপনার মন্তব্য

আলোচিত