ডেস্ক রিপোর্ট

২২ ডিসেম্বর, ২০১৫ ১৮:১০

গণদাবি পরিষদ সিলেট জেলা শাখার সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ সিলেট জেলা শাখা গঠন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যালয় ৫৩, সমবায় ভবনে পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, যেভাবে বৃহত্তর সিলেটবাসী গণদাবী পরিষদের মাধ্যমে সিলেট বিভাগের দাবী আদায়ের আন্দোলনকে বেগবান করেছিলেন ঠিক তেমনি ভাবে বিভিন্ন উপজেলা ও জেলা কমিটি পুনর্গঠনের মাধ্যমে সিলেটবাসীর প্রাণের দাবী সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের রি-ফুয়েলিং কার্যক্রম চালুর দাবীকে বেগবান করবে।

সভায় বক্তারা বর্তমান সরকারের আন্তরিকতার ও মাননীয় অর্থমন্ত্রীর একান্ত আগ্রহ ও প্রচেষ্টায় প্রায় বাহান্ন কোটি টাকা ব্যয়ে পদ্মা ওয়েল কোম্পানীর মাধ্যমে ইতিপূর্বে রি-ফুয়েলিং এর যাবতীয় কাজ সম্পন্ন হওয়ার পরও কিছু সংখ্যক সিলেট বিদ্বেষী বাংলাদেশ বিমানের অসাধু কর্মকর্তার কারণে তা কার্যকর হচ্ছে না।

এ দাবি বাস্তবায়নে আমাদেরকে প্রবাসী ও সিলেটের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে অতীতের মত কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।

সভায় বক্তারা আশা করেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেটের ব্যাপারে খুবই আন্তরিক তাই খুব শীঘ্রই রি-ফুয়েলিং এর কার্যক্রম উদ্বোধন করবেন এটাই সিলেটবাসীর প্রত্যাশা। সিলেট ওসমানী বিমান বন্দর থেকে সকল আন্তর্জতিক রোডে সরাসরি বিমানের ফ্লাইট চালুর জন্য জোর দাবী জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আহবাব হোসেন চৌধুরী, মিল্লাত আহমদ চৌধুরী, যাদুশিল্পী মোঃ বেলাল উদ্দিন, অধ্যাপক আব্দুস সাত্তার, মাশুক আহমদ সুজন, লয়লুছ আহমদ চৌধুরী, মোঃ নিজাম উদ্দিন, মোঃ পানুর রহমান পানু, মোঃ নুরুজ্জামান সিদ্দিকী, এডভোকেট মহি উদ্দিন, শেখ মোঃ আজিজুর রহমান আলম, আব্দুস সালাম, আব্দুর রকিব শিকদার, কামিনী বৈদ্য, মোঃ জাহেদ আহমদ প্রমুখ।

সভায় মিল্লাত আহমদ চৌধুরীকে সভাপতি করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত