নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০৪

শহীদ মিনারে আজ আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব

দেশীয় মূলধারার সংস্কৃতিকে সারা বিশ্বে পরিচিত করার প্রত্যয়ে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেশজ সংস্কৃতির মূল্যবোধে জাগ্রত করার লক্ষ্যে বুধবার (২৩ ডিসেম্বর) বেলা আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব ২০১৫।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেশীয় সংস্কৃতিপ্রেমী স্বপ্নদর্শী কয়েকজন তরুণের উদ্যোগে প্রথমবারের মতো সাংস্কৃতিক প্রতিদ্বন্দ্বিতায় একই মঞ্চে উঠতে যাচ্ছে সিলেটের তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে নাচ, আবৃত্তি ও নাটক এই তিন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে উৎসবে দেশীয় মূলধারার গানের পরিবেশনাও থাকবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও তিন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যবৃন্দ।

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা গঠিত সংগঠন " চতুষ্টয় সিলেট " এই উৎসবের আয়োজন করেছে।

আয়োজকদের মধ্যে অন্যতম হলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এনামুল হক, নর্থ ইস্ট ইউনিভার্সিটির শাহ শরীফ উদ্দিন ও লিডিং ইউনিভার্সিটির রানা মজুমদার বাপ্পী।

আপনার মন্তব্য

আলোচিত