সিলেটটুডে ডেস্ক

২৭ জুলাই, ২০২৩ ০০:৫২

হকৃবি উপাচার্যের সাথে বিভাগীয় প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত বিভাগীয় প্রধানরা।

বুধবার (২৫ জুলাই) উপাচার্যের সচিবালয়ে বিভাগীয় প্রধানবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ করেন।

গত ১৭ জুলাই, উপাচার্যের নির্দেশক্রমে ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মো. সাদেকুজ্জামান স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে ওশানোগ্রাফি ও ব্লু ইকোনমি বিভাগের বিভাগীয় প্রধান পদে সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন, ক্রপ বোটানি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) পদে সহকারী অধ্যাপক ড. মো. আবুবকর সিদ্দীক, ফিশ বায়োজলি এন্ড বায়ডাইভার্সিটি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) পদে সহকারী অধ্যাপক চয়নিকা পন্ডিত, উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) পদে প্রভাষক ড জাকারিয়া চৌধুরী অনিক, কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) পদে প্রভাষক মো.হসীনা মো.স্তারী লিজা, মৎস্যচাষ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) পদে প্রভাষক ফারজানা খানম চাঁদনী, অ্যানিম্যাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) পদে প্রভাষক ডা শিরিনা আক্তার তমা, জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) পদে প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন, অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) পদে প্রভাষক ডা জাকিয়া সুলতানা কলি, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) পদে প্রভাষক ডা রহিমা আক্তার দীপা, নাটমি এন্ড হিস্টোলজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) পদে প্রভাষক ডা সালাউদ্দীন ইউছুপ ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) পদে প্রভাষক মো. হাবিবুল্লাহ সিদ্দিকী দায়িত্ব পেয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত