
২১ ফেব্রুয়ারি , ২০২৪ ১৬:৪৩
সিলেটের বিয়ানীবাজারের ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রভাতফেরি করে।
এসময় আবদুল গাফফার চৌধুরী রচিত একুশের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...’ গানটি গাওয়া হয়।
প্রভাতফেরি শেষে বিদ্যালয় অঙ্গনে অবস্থিত শহিদ মিনারে বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বিদ্যালয়ের শেখ রাসেল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা, আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য