বড়লেখা প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২৫ ০১:৩১

উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি আনোয়ার হোসেন ও সম্পাদক আহমদ হোসাইন মোল্লা

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে মো. আনোয়ার হোসেনকে সভাপতি এবং আহমদ হোসাইন মোল্লাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পরিষদের ৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে।

গত শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় স্থানীয় ইউনিয়ন মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের সভাপতি মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, সমাজে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু বর্তমান যুব সমাজ নানা ধরনের অপসংস্কৃতিতে লিপ্ত রয়েছে। অথচ কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যুবকদের পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদমও নড়তে দেবেন না। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, আপনি আপনার যৌবকাল কোন কাজে বা কীভাবে ব্যয় করেছেন। ইবনে আব্বাস রা. বলেছেন, আল্লাহ যুবকদের সবচেয়ে বেশি জ্ঞান দান করেছেন। যেই জ্ঞান কাজে লাগিয়ে আমরা আজ চাঁদে যেতে পেরেছি। সেখানে বসবাসের জায়গা খুঁজে পেয়েছি।

তিনি যুবকদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. জবনাদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, রাসূল সা. দুনিয়াতে আগমনের পর বাল্যকাল থেকে যুবক বয়স পর্যন্ত যেসব কাজ করেছেন তাতে বর্তমান যুবকদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এজন্য কোরআন-হাদিনের জ্ঞান অর্জন করতে হবে। বেশি করে লেখাপড়া করতে হবে। ইলম অর্জন করতে হবে। আমাদের সিলেবাসের অন্তর্ভূক্ত অনেক বই আছে। সেগুলো পড়তে হবে।

তিনি বলেন, আজ ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হবে। এর ছায়াতলে এলাকার সব যুবককে নিয়ে আসতে হবে। এই সংগঠনের মাধ্যমে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে। পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুস্থ থাকার জন্য খেলাধুলারও আয়োজন করা হবে।

অনুষ্ঠানে যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আহমদ হোসাইন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ বদরুল ইসলাম, বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ শিমুল, ইউনিয়ন উপদেষ্টা কাউছার হামিদ সুন্নাহ, পরিষদের কার্যনির্বাহী সদস্য হাফিজ মো. সাজ্জাদ হোসাইন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা এমদাদুর রহমান, ছাত্রনেতা জাবেদ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা হুমায়ূন রশিদ চৌধুরী, উপজেলা যুব কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক তাওহীদ সারওয়ার মান্না, সদস্য মো. আলতাফ হোসেনসহ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত