সিলেটটুডে ডেস্ক

০৪ মার্চ, ২০১৬ ২১:০৩

আন্তর্জাতিক কনফারেন্সে প্রণবকান্তি দেব-এর গবেষণাপত্র উপস্থাপন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক প্রণবকান্তি দেব ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে নিজের গবেষণাপত্র উপস্থাপন করেছেন।

শুক্রবার দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত দু’দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে প্রভাষক প্রণবকান্তি দেব ভারতীয় পোস্ট কলোনিয়াল লেখক অমিতাভ ঘোষের ‘দি হাঙ্গরী টাইউ- এ্যা স্টাডি অব অ্যা টুরটুয়াস ম্যান- নেচার রিলেশনশীপ’ শীর্ষক পেপার উপস্থাপন করেন।

প্রভাষক প্রণব তার গবেষণাপত্রে সুন্দরবনের প্রেক্ষাপটে রচিত অমিতাভ ঘোষের এ উপন্যাসে মানুষ ও প্রকৃতির সম্পর্কের বহুমাত্রিক রূপ তুলে ধরেছেন। তিনি একই সাথে প্রকৃতি ও বন্য প্রাণীর উপর মানব সমাজের স্বার্থান্বেষী মনোভাব, অন্যদিকে প্রকৃতি ও জীব বৈচিত্র সংরক্ষণের নামে জনজীবনের উপর উপনিবেশিক প্রভাব অব্যাহত রাখার বিষয়গুলোর উপর আলোকপাত করেন।

পেপার উপস্থাপন শেষে কনফারেন্সে অংশ নেওয়া অন্যান্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

এসময় তাঁর হাতে সনদপত্র তুলে দেন প্রফেসর ড. সাফাওয়াত হোসেন চৌধুরী।

উল্লেখ্য, প্রণবকান্তি দেব ইতিপূর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ ভারত ও নেপালেও বিভিন্ন সম্মেলনে অংশ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত