সিলেটটুডে ডেস্ক

৩০ জুন, ২০১৬ ১৯:৪৩

শফিকের কলোনীর অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

সমকাল পত্রিকার পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের সদস্য ইমরান আহমদের উপর হামলার ঘটনায় নগরীতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। পাশাপাশি মুন্সীপাড়ার বহুল আলোচিত শফিকের কলোনী থেকে পরিচালিত নানা অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করার দাবি জানানো হয়।

সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি রাজ কুমার দাস তনুর সভাপতিত্বে মানবন্ধনে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সমকাল ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু, ফটো সাংবাদিক ইউসুফ আলী, এসিড সন্ত্রাস নিমূল কমিটির (এসনিক) সাধারন সম্পাদক জুরেজ আব্দুল্লা গুলজার, সাংবাদিক সজল ঘোষ, ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রোমান আহমেদ মনা, আবির হাসান রানা, সাজাদ আলী, নুর হোসেন, দীপক পুরকায়স্থ, আহত ইমরানের বড় ভাই রুবেল আহমদ, ফয়েজ আহমদ, সমকাল সুহৃদ সমাবেশের সহ-সভাপতি জেসমিন সুলতানা, সাধারন সম্পাদক সুব্রত বসু, সমকাল সুহৃদ সুজিত দাশ, সজিব চৌধুরী, শম্পা চক্রবর্তী, হেনা মম, আসমা আক্তার মনি, সাবের হোসেন রানা, সাব্বির আহমদ, নিপেন্দু শেখর নাথ, জয় বৈদ্য শিপলু, সুপ্রদীপ রায়, ফরহাদ খান সামি প্রমূখ। মানববন্ধনে একাত্মতা পোষন করেন গ্রামীণ হাসপাতালের পরিচালক সাইদুল ইসলাম, কয়েছ আহমদ।

মানববন্ধন পরবর্তী সমাবেশে শেষে বক্তারা বলেন, হামলাকারীরা সিলেট নগরীর মুন্সীপাড়া এলাকার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের নিজস্ব একটি বাহিনী রয়েছে। তাদের কারনে এলাকার মানুষ অতীষ্ট হয়ে পড়েছেন। এলাকার কিছু মুখোশধারী প্রভাবশালী লোক তাদেরকে পেছনে থেকে সহযোগিতা করছেন। এ কারনে মুন্সীপাড়া এলাকায় জুয়া ও মদের আসর বন্ধ করা যাচ্ছে না।

সমাবেশে বক্তারা বলেন, মুন্সীপাড়া এলাকার শিশু কিশোররা বেড়ে উঠছে নানা প্রতিবন্ধতার মধ্য দিয়ে। প্রায়ই এলাকার মানুষের সঙ্গে শফিক বাহিনীর লোকদের বাক বিতন্ডা হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে মুন্সীপাড়ার বহুল আলোচিত লাউটা শফিকের পাপরাজ্য বন্ধ করার দাবি জানান। ওই পাপ রাজ্যে বন্ধ হলে সিলেট নগরীর অনেক অপরাধ কমে যাবে বলে বক্তারা মন্তব্য করেন।
 
প্রসঙ্গত, গত সোমবার ভোর রাতে নগরীর মধূশহীদে অবস্থিত গ্রামীন হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ও সমকাল সুহৃদ ইমরান আহমদের উপর হামলার ঘটনা ঘটনা। বর্তমানে সন্ত্রাসী হামলায় আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইমরান। সন্ত্রাসীরা তার দুটো হাতই কুপিয়ে ক্ষত বিক্ষত করে। তার দুটি হাতে আরো বড় ধরনের অস্ত্রোপচার লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।  

আপনার মন্তব্য

আলোচিত