সিলেটটুডে ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:০৫

ওসমানীনগরে হাফেজদের মধ্যে সনদ ও পাগড়ী বিতরণ

সিলেটের ওসমানীনগরে কোরআনে হাফেজদের মধ্যে সনদ ও পাগড়ী বিতরণ করা হয়।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলিয়ারবন্দে আল কোরআন মেমোরাইজিং সেন্টারে ১২ জন হাফেজদের মধ্যে সনদ পাগড়ী বিতরণ ও স্মারক প্রকাশনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ ও পাগড়ী বিতরণ করেন উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী পীর সাহেবের সাহেবজাদা আল্লামা মুফতি মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সাবেক সভাপতি অধ্যক্ষ মা. নজির আহমদ হেলাল, নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নোমান আহমদ।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজী আজির উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক মাও. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এমডি মাও. সাদিকুর রহমান শিবলী, তালামীযে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, মিনা বেগম মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মা. আব্দুল কাইয়ুম, তালামীয নেতা মাও. হুমায়ুন রহমান লেখন, কাজি আব্দুল বাছিত, মা. আমিনুল ইসলাম, হাফেজ তৌরিস আলী, মা. ইউনুছ আলী, মা. আবুল ফজল তোহা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত