প্রেস বিজ্ঞপ্তি

৩১ অক্টোবর, ২০১৬ ১৭:০৫

সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের 'নাগরিকবন্ধন কর্মসূচী' মঙ্গলবার

বাংলাদেশ-ভারত পাওয়ার ফ্রেন্ডশিপ কোম্পানির (বিআইপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সিলেটে মানববন্ধন করবে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন।

সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের পাঠানো বিবৃতিতে বলা হয়, সম্প্রতি উজ্জ্বল ভট্টাচার্য বাংলাদেশের জাতীয় একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সুন্দরবন বাঁচানোর আন্দোলনে সম্পৃক্ত বিশিষ্ট নাগরিকদের ‘এতো পণ্ডিত’ বলে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন । যা শিষ্টাচার বহির্ভূত ও চরম ধৃষ্টতা ।

তারা বিবৃতিতে বলেন, উজ্জ্বল কান্তি ভট্টাচার্যের ধৃষ্টতার কারণে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে । সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখিনি । সরকার এখন পর্যন্ত নীরব । কিন্তু সবার পক্ষে নীরব থাকা সম্ভব নয়, উজ্জ্বল কান্তির ধৃষ্টতায় আমরা সংক্ষুব্ধ ।

উজ্জ্বল ভট্টাচার্যের মন্তব্যের প্রতিবাদ ও রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন-এর উদ্যোগে  ১ নভেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে  বিকাল চার ঘটিকায় নাগরিকবন্ধন কর্মসূচীতে সবাইকে অংশ নেয়ার আহবান জানিয়েছেন সংগঠক আব্দুল করিম কিম।

আপনার মন্তব্য

আলোচিত