সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৭ ২৩:০৭

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন অনুষ্ঠিত

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সিলেট এর উদ্যোগে “দুর্নীতি মুক্ত প্রশাসন ও দেশ চাই” শীর্ষক এক মানববন্ধন বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা পরিষদের সামনের সড়কে অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সিলেটের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জুবায়ের সিদ্দিকী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমদের পরিচালনায় “দুর্নীতি মুক্ত প্রশাসন ও দেশ চাই” শীর্ষক মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন দুপ্রকের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, দুপ্রকের সদস্য ইমাম সমিতি সিলেট বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুল্লাহ আনছার, মোঃ তালেব উদ্দিন, দুর্নীতি বিরোধী মঞ্চ এর কেন্দ্রীয় সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডাঃ হাবিবুর রহমান চৌধুরী, গণদাবী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন আহমদ, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

এছাড়াও মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন দুপ্রক জেলা কমিটির সদস্য স্কলার্স হোম এর অধ্যক্ষ রোমানা চৌধুরী, নর্থইস্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ তানশ্রী সরকার, টিআইবি’র সদস্য সমিক শহিদ জাহান, এনজিও প্রতিনিধি ও রাইস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, সিলেট বিভাগ নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ, গণদাবী ফোরামের বিভাগীয় নেতা মাসুদুর রহমান চৌধুরী, সাংবাদিক তাজুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা দেশের বৃহত্তর স্বার্থে সরকারী-সরকারী সকল প্রতিষ্ঠানে দুর্নীতি মুক্ত পরিবেশ তৈরি করতে বিভিন্ন শ্রেণি পেশার সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত