সংবাদ বিজ্ঞপ্তি

০৮ মার্চ, ২০১৭ ২৩:২০

ব্যারিস্টার আবদুল হালিম কাফি’র পিতার মৃত্যুতে আরিফুল হকের শোক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম কাফি'র পিতা সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মুনিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বহিস্কৃত) আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় তিনি বলেন, সমাজ সেবক আব্দুল মুনিম এর মৃত্যু সিলেটবাসীর অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আব্দুল মুনিম বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজালাল উপশহরস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা বৃহস্পতিবার সকাল ৯টায় উপশহরস্থ বি-ব্লক জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে  বেলা ২টায় ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়ার নীজ বাড়িতে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত