সংবাদ বিজ্ঞপ্তি

১০ মার্চ, ২০১৭ ২২:১২

শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত চর্চায় সিলেটে সাংস্কৃতিক জোটের কর্মসূচি

নগরীর স্কুল-কলেজসহ প্রতিটি স্তরে জাতীয় সংগীত শুদ্ধভাবে পরিবেশনের অংশ হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) জোটের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে নগরীর প্রতিটি স্কুল-কলেজে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে জোটের শিল্পীবৃন্দ সংশ্লিষ্ট প্রতিষ্টানের সবাইকে সাথে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেবেন। শুদ্ধতার বিরামহীন যাত্রায় জোটের এ আয়োজনকে সফল করে তুলতে সকল শিক্ষা প্রতিষ্টান, সংস্কৃতিকর্মীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট গৃহিত বিশেষ এই কর্মসূচির সমন্বয়ক দেবব্রত রায় দিপন কর্মসূচি চলাকালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত