সিলেটটুড ডেস্ক

৩১ মার্চ, ২০১৭ ২২:২৯

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির মহাসম্মেলন

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি বামছাস’র মহাসম্মেলন ও নব গঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বামছাসের সভাপতি কে বিকাশ সিংহ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিপুরী সাংস্কৃতি পরিষদের সভাপতি খোঙাম চন্দ্রকীর্তি ও এন এম এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান সহ অধ্যাপক এল নন্দলাল সিংহ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসছাসের উপদেষ্টা কবি অহৈবম রণজিৎ, মুক্তিযোদ্ধা জাদুঘর ঢাকার ব্যবস্থাপক ওয়াই চন্দ্রজিৎ ও উপদেষ্টা কে বীরেন সিংহ।

সম্মেলনে বক্তারা বলেন, এখন প্রতিযোগিতার যুগ। তাই সমাজে ঠিকে থাকতে হলে ও সম্মান অর্জন করতে হলে পড়াশোনার বিকল্প নেই। সরকার সংখ্যালঘু জনগোষ্ঠিকে বিভিন্ন সুযোগ সুবিধা দিলেও আমাদেরকে শতভাগ যোগ্যতা অর্জন করতে হবে। দেশকে এগিয়ে নেয়ার কান্ডারী হিসেবে দায়িত্ব নিতে হবে।

সংগঠনের নেতারা বলেন, বামছাস ৩২ বছরে পদার্পন করেছে। এ সংগঠন মণিপুরী জাতির কল্যাণে কাজ করছে।

এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক মহাসম্মেলনের সুচনা হয়। পরে একটি র্যা লি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে অনুষ্ঠিত হয় কর্মীসভা ও সম্মেলন।
সন্ধ্যায় মহাসম্মেলন শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনার মন্তব্য

আলোচিত