সিলেটটুডে ডেস্ক

২৬ মে, ২০১৭ ২২:০২

দ. সুরমায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২৬ মে) বিকেলে কুচাই ইছরাব আলী স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা এডভোকেট শামীম আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম মর্তু, ফজলুল করিম হেলাল, গোলাম হাফিজ লুহিত, শাহ আলী রেজা, আব্দুর রহমান আনা, আখতার হোসেন, আব্দুস সালাম, আব্দুল বাসিত রানা, হাজী চুনু মিয়া, সুজন উদ্দিন খান, সেলিম আহমদ মেম্বার, কাবুল আহমদ মেম্বার, এমরান শিকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা মুসলিমা বেগম, রেবতী রমন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ফারুক, অধ্যাপক নিরুপম চক্রবর্তী শুভ্র, নন্দন পাল, দুলাল আহমদ প্রমুখ।

খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোগলাবাজার রেবতী রমণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সৈয়দা নুরুন্ননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলো জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ম্যান অব টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে সৈয়দা নুরুন্ননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী এমি এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ম্যান অব টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে মোগলাবাজার রেবতী রমণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র মুন্না। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আক্কাস উদ্দিন আকাই।

 

এদিকে শুক্রবার (২৬ মে) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবন ও ৫ লক্ষ টাকা ব্যয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়ালের উদ্বোধন উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থা উন্নত করতে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে কোমলমতি শিশুদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এক সময় শিক্ষার্থীরা বাঁশের সাকু ও নৌকা যোগে বিদ্যালয়ে যেতো। কিন্তু এখন তা নেই। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ ওয়াজিবুর রহমান।

প্রধান শিক্ষক বিউটি রাণী পালের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান, আওয়ামীলীগ নেতা জুবেদুর রহমান শিপু, শুকুর উদ্দিন, আব্দুল আওয়াল কয়েছ, হাজী আবু মিয়া, লোকমান আহমদ, শাহজাহান শাহ, যুবলীগ নেতা তৈয়বুর রহমান শাহীন, রনি আহমদ, ফয়জুর রহমান, ফয়সল আহমদ, কারী হাফিজুর রহমান, জুবেদুর রহমান শিপু, কারী জুবেল আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মিছবাহ আহমদ চৌধুরী, শাহ মাশার আহমদ, এমরান শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, আব্দুল হাই খসরু, বাচ্চু মেম্বার, বিজন দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ প্রমুখ।

 

 

আপনার মন্তব্য

আলোচিত