সংবাদ বিজ্ঞপ্তি

৩১ মে, ২০১৭ ০১:৪৩

হাওরের কৃষকদের মাঝে সিলেট প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

সুনামগঞ্জের দেখার হাওর পাড়ের কয়েকটি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করেছে সিলেট প্রেসক্লাব।

মঙ্গলবার (৩০ মে) দেখার হাওর পাড়ের পান্ডারগাঁও ইউনিয়নের ফসলহারা কৃষকদের মধ্যে চাল, ডাল, তৈল, আলু, পিয়াজ, লবন, খেজুর ও নগদ টাকা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আবদুর রশিদ মো. রেনু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক সাঈদ নোমান, কার্যনির্বাহী কমিটির সদস্য আনিস রহমান, পান্ডারগাওঁ ইউনিয়ন পরিষদের সদস্য হাবীবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছৈল মিয়া প্রমুখ।

ইফতার সামগ্রী বিতরণকালে সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির বলেন, শতবর্ষের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব সব সময় মানবতার কল্যাণে এগিয়ে আসে। সামর্থ অনুযায়ী সাংবাদিকেরা সমাজের অসহায় নিপীড়িত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন।

তিনি অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তিসহ সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত