
২৪ জুন, ২০১৭ ২২:২১
সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুরে প্রবাসীদের অর্থায়নে গরীব অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার সিকন্দরপুর হাজী আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ে শনিবার (২৪ জুন) হাজী ইলিয়াছুর রহমান ও ইকবাল হোসেন এর অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়না মিয়ার সভাপতিত্বে ও বর্তমান উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার পরিচালনায় আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান।
বক্তব্য রাখেন তোফাজ্জুল হোসেন, আলাউর রহমান আলা, দিলদার আলী, ফারুক মিয়া, নেছাওর মিয়া, হাকীম রাজা প্রমুখ।
আপনার মন্তব্য