সংবাদ বিজ্ঞপ্তি

২৫ জুন, ২০১৭ ০০:২৮

বেতারে ঈদের বিশেষ নাটক ‘রংধনু’

পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র প্রচার করছে ঈদের বর্ণাঢ্য অনুষ্ঠান মালা। এরমধ্যে সংগীত প্রেমীদের জন্য থাকছে বেশ কয়েকটি গীতি-নকশা। ছায়াছবির গানের অনুষ্ঠান ছন্দে আনন্দে। এছাড়া রয়েছে ঈদ আড্ডা, শিশুতোষ অনুষ্ঠান খুশির ঝর্ণাধারা ইত্যাদি।

তবে এবারের ঈদের বড় আকর্ষণ হিসেবে থাকছে ঈদুল ফিতরের বিশেষ বেতার নাটক "রংধনু"।

ঢাকাইয়া কুট্টি ভাষায়, পুরান ঢাকার ২ পরিবারের যাপিত জীবনের নানা ঘটনা-দুর্ঘটনা। দীর্ঘদিনের শত্রুতা অতঃপর দুই পরিবারের পরবর্তী প্রজন্মের প্রণয়ের মধ্য দিয়ে আবার মিলনের রংধনুর বর্ণচ্ছটা। এ সব কিছু নিয়েই ঈদুল ফিতরের বিশেষ বেতার নাটক "রংধনু"। নাটকটি প্রচারিত হবে ঈদের দিন রাত সাড়ে ৯টায় এফ ৮৮.৮ মেগাহার্জে।

রুশনা আক্তার মানিকের লিখা ঈদের এ নাটকটিতে অভিনয় করেছেন- রওশন আরা মনির রুনা, অরিন্দম দত্ত চন্দন, আশুতোষ ভৌমিক বিমল, শাখাওয়াত আলী শাহী, সৈয়দ সাইমূম আনজুম ইভান, ফারজানা জাহান শারমিন, রজত কান্তি গুপ্ত, মৃণাল কান্তি রায় মান্না, নাসিমা আক্তার, রহিমা পারভিন লিলি।

নাটকটির পরিচালনা করেন অরিন্দম দত্ত চন্দন ও মিজানুর রহমান। শব্দগ্রহন করেন মুন্না খান, সম্পাদনায় আব্দুস সালাম,  প্রযোজনা সহকারী ছিলেন তর্ক কুমার ত্রিপুরা, নাটকটি প্রযোজনা করেন পবিত্র কুমার দাশ।

আপনার মন্তব্য

আলোচিত