সিলেটটুডে ডেস্ক

১৭ জুলাই, ২০১৭ ১৭:৫৮

‘বন্যার্তদের সহযোগিতা করতে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন’

বন্যা দুর্গত গোলাপগঞ্জের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দুর্গতদের মধ্যে সিলেটস্থ গোলাপগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগে ও নুরুজ আলী মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বুধবারী বাজার ইউনিয়নের বানিগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য শাহিন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সিলেটের গোলাপগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা বিরাট ক্ষতি সাধিত হয়েছে। দুর্গত মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। গরীব অসহায় লোকজন কোন উপায়ান্তর না পেয়ে পানিবন্দী হয়ে দিনাতিপাত করছে। অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসা এখন এ অসহায় মানুষের দাবি। তাই সামাজিক সংস্থা সিলেটস্থ গোলাপগঞ্জ কল্যাণ সংস্থা যে মহৎ উদ্যোগ নিয়ে বন্যার্তদের মধ্যে ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে যাচ্ছে যা প্রশংসার দাবি রাখে। এ সংগঠনের মাধ্যমে দুর্গত মানুষের চিকিৎসার্থে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমি আপনাদের সহযোগিতা করে যাব।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব।

এছাড়া উপস্থিত ছিলেন, ডা. আফসার উদ্দিন, মুসতাক আহমদ কামাল, আব্দুল কাদির হাসনাত, ডা. আব্দুল মতিন, ডা. হোসাইন আহমদ, ডা. আব্দুল মতলিব, আব্দুল কাইয়ুম বিল্লু, এনাম উদ্দিন, শামীম আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আছাদ উদ্দিন, ফরহাদ মো রুবেল, ডা. ফয়ছাল মাহমুদ, ডা. রাশেদ আহমদ, ডা. দেবালিন দেবু, ডা. আলেয়া ফেরদৌস নিপা, ইসফাক আহমদ খান মুন্না, আবু তাহের, শামিম আহমদ, ময়নুল ইসলাম, সুমন আহমদ, জাবলু তালুকদার স্বেচ্ছাসেবী মো. আবুল হোসেন, মো. সামাদুল ইসলাম অপু, সাফওয়ান আহমদ সাদেক, মুবিন আহমদ, তারেক আহমদ, ইমন আহমদ, আবজল আহমদ, মিজানুর রহমান, সুলতান মাহমুদ, কামরুল হক, সুলতান আহমদ, মাজেদ আহমদ, হাফিজ আহমদ, নাহিদ আহমদ, আরিফ হোসেন জয়, দিপু আহমদ, শফু আহমদ, আলমগীর হোসেন, কুতিল আহমদ, শিপু ইসলাম, মুন্না আহমদ, সায়েক আহমদ, কামিল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত