বড়লেখা প্রতিনিধি

১৯ জুলাই, ২০১৭ ২৩:০৬

বড়লেখায় মহিলা ভাইস চেয়ারম্যানের উদ্যোগে পোশাক ও নগদ অর্থ বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের বন্যা দুর্গত ৪০০ জন নারী ও পুরুষের মাঝে লুঙ্গী, শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক রাহেনা বেগম হাছনার ব্যক্তিগত তহবিলের টাকায় এ পোশাক; অর্থ বিতরণ করা হয়।

বিতরণ কালে বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক রাহেনা বেগম হাছনা ছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খোকন, বর্ণী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক লোকমান আহমদ বায়েছ, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাইফুজ্জামান সারওয়ার, বর্ণী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক সুরমান আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম খোকন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম মতিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমান হাসান, ছাত্রদল নেতা আছাদ আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক উমায়ের আহমদ, বর্ণী ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল মুহিত শাকিল, জগলু আহমদ, রেদওয়ান আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত