সিলেটটুডে ডেস্ক

০৮ অক্টোবর, ২০১৭ ১৭:২৮

জনতা ব্যাংকের এনভায়রনমেন্টাল সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের উদ্যোগে কর্মশালা

জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের এনভায়রনমেন্টাল সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট এর উদ্যোগে সিলেট বিভাগীয় কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এনভায়রনমেন্টাল রিক্স ম্যানেজমেন্ট সাসটেইনেবল এন্ড গ্রীণ ফাইন্যান্স শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) সিলেট বিভাগীয় কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট এর সহকারী মহাব্যবস্থাপক আহমদ মুখলেসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট এর উপ-মহাব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন।

জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম তার বক্তব্যে সৌর শক্তি, বায়োগ্যাস, বর্জ্য পরিশোধন প্ল্যান্ট ও ইট ভাটার কার্বন নির্গমন হ্রাসের উদ্দেশ্যে সমমানের প্রযুক্তি সম্পন্ন প্ল্যান্ট স্থাপন খাতে অর্থায়নের প্রতি গুরুত্বারোপ করে সাসটেইনেবল এন্ড গ্রীণ ফাইন্যান্সের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন বিভিন্ন শাখার ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত