সংবাদ বিজ্ঞপ্তি

০৮ নভেম্বর, ২০১৭ ০০:৫৩

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে শাহ পরান ব্লকের আনন্দ শোভাযাত্রা

জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসাবে স্বীকৃতি দেয়ায় এবং শেখ হাসিনার তনয়া, অটিকম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল আর্ন্তজাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করে শাহ পরান ব্লক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ।

নগরির ধোপাদিঘির পাড় হতে মঙ্গলবার বেলা ১১টায় শোভাযাত্রাটি শুরু হয়ে রেজিষ্টারি মাঠে গিয়ে শেষ হয়।

এসময় আনন্দ শোভাযাত্রায় অংশ নেন সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলা চৌধুরী, কবির মিয়া, জামাল আহমদ, তুহিন আহমদ, শাহ জুনেদ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আজির উদ্দিন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, সদস্য তাজুল লস্কর জুনেদ, জেলা যুবলীগ নেতা সুহেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, সাবেক সহসভাপতি সুহেল আহমদ মুন্না, জেলা ছাত্রলীগ নেতা এম. এইচ হক, মোশাহিদ আলী, মাসুম আহমদ, ফয়সাল আহমদ, ইশতিয়াক চৌধুরী, রহিম উদ্দিন রাজু, আশফাক আহমদ বাপ্পী, মোস্তফা আহমদ, ইমরান আহমদ, জাবের আহমদ, আবির, ইমদাদুল ইসলাম পাপ্পু, আরিফ আহমদ, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন, পরিবেশ সম্পাদক তাজুল ইসলাম বিল্পব, জেলা ছাত্রলীগ নেতা ইফতেখারুল আলম শিশির, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, সিজিল আহমদ, কামরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা খালেদ আহমদ, সাহাব উদ্দিন, মোসাদ্দেক আহমদ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা ফুজায়েল আহমদ, রায়েল, রুহিদ  প্রমূখ।  

আপনার মন্তব্য

আলোচিত