সংবাদ বিজ্ঞপ্তি

১০ নভেম্বর, ২০১৭ ০১:১৬

রোটারি ক্লাব অব সিলেট রিগ্যাল সিটির ‘গভর্নর অফিয়াল ক্লাব ভিজিট’ অনুষ্ঠান অনুষ্ঠিত

রোটারিয়ান হলেই চলবেনা, তাদেরকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন হতে হবে। একজন রোটারিয়ান পাল্টে দিতে পারে সমাজ ব্যবস্থা। যেভাবে রোটারি পোলিও নির্মূল করেছে। তাই রোটারিয়ানদের সমাজের অবক্ষয় রোধে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে সিলেট নগরীর জিন্দাবাজারে অভিজাত একটি হোটেলে রোটারি ক্লাব অব সিলেট রিগ্যাল সিটির ‘গভর্নর অফিয়াল ক্লাব ভিজিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন রোটারি গভর্নর প্রফেসর ড. তৈয়ব চৌধুরী।
 
ক্লাব সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডিস্ট্রিক সেক্রেটারি আজিজুল হক, জোনাল কো-অর্ডিনেটর জাকির আহমদ চৌধুরী, এসিটেন্ট গভর্নর এম.রহমান ইমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রোটারিয়ান আব্দুল আহাদ সুমন, কয়েছ আহমদ সুমন, ফয়সল আহমদ বাবলু, বজলুর রহমান ফয়েজ, মরিয়ম বিনতে সুলতানা, শাকিল মজুমদার, শাহজাহান, জাহাঙ্গীর মান্না, ফখর উদ্দিন, সোহেল আহমদ, রাগীব আল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে গভর্নর আরো বলেন, সারা বিশ্বের দুটি দেশ পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও রয়েছে। এরমধ্যে পাকিস্তানে ৫ জন আর আফগানিস্তানে ৭ জন পোলিও রোগী রয়েছে। আগামী এক বছরের মধ্যে সারা বিশ্ব হবে পোলিও মুক্ত।  আর এই অবদান হবে সকল রোটারীয়ানদের।

আপনার মন্তব্য

আলোচিত