সিলেটটুডে ডেস্ক

১২ নভেম্বর, ২০১৭ ১৬:০৩

মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড সিলেট জেলার আনন্দ শোভাযাত্রা

জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্বের যুদ্ধকালীন শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যৌথ উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) বেলা ১২ টায় সিলেট নগরীতে এ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি শাহীন আহমদ চৌধুরী নয়ন।

আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (ত্রাণ ও সমাজকল্যাণ) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরী, সহকারী কমান্ডার (ক্রীড়া) সুরুজ আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার মো. কুটি মিয়া, সদর উপজেলা কমান্ডার হাজী এরশাদ আলী, জেলা যুবলীগের অর্থ সম্পাদক ও কেন্দ্রীয় সন্তান কমান্ডের সদস্য আবু তাহের, সিলেট জেলা আওয়ামী লীগের নারী ও শিশু বিষয়ক সম্পাদক রহিমা বেগম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সহ-সভাপতি সারওয়ার আহমদ চৌধুরী, শাহনেওয়াজ রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, তোফায়েল আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস আলম বেগ, আইন হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক ছাব্বির আহমদ, পাঠাগার ও মিলনায়তন বিষয়ক সম্পাদক মাসুম আহমদ, সদস্য শামীম আহমদ, জাকির আহমদ লিটন, শাহিন আহমদ সাবুল, এম. সাইফুল ইসলাম জয়, মোজামিল আহমদ, মুক্তিযুদ্ধ যুব কমান্ড ইউকে’র সহ সভাপতি দেলওয়ার হোসেন বেগ, জেলার সাধারণ সম্পাদক বদরুল আহমদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিমন, বিপ্র দাস বিশু বিক্রম, দক্ষিণ সুরমা উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মো. সালা উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সদস্য মো. শাহজাদা ইমরান, মো. ইসতেয়াক আহমদ সামাদ, গোয়াইনঘাট উপজেলা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সদস্য মকবুল হোসেন, হাজী আব্দুল আউয়াল, হাবিল মিয়া, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আদিল ওয়াহিদ, সুফেদ আহমদ, মো. নাজিম উদ্দিন, জকিগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের মো. সাইফুর রহমান, শাহপরান থানা শাখার সদস্য বাবুল মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ইয়ামিন আহমদ চৌধুরী, শাহাজাহান সাজু ও জাহাঙ্গির আলম নাহিদ, যুব কমান্ড সিলেট জেলার আব্দুর রহিম শামীম, আব্দুস সায়াদ, গোলাম কিবরিয়া, মো. আলাজুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত