সিলেটটুডে ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৭ ১৭:৫৬

সম্মিলিত প্রয়াস ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়: আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সম্মিলিত প্রয়াস ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। সংগঠিত হওয়ার মাধ্যমে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ সৌহাদ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। সেই লক্ষে পায়রা সমাজ কল্যাণ সংঘ সৃষ্টির মাধ্যমে এলাকায় শান্তিময় পরিবেশ সৃষ্টিসহ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সোমবার (২৫ ডিসেম্বর) পায়রা সমাজ কল্যাণ সংঘের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সংঘের সভাপতি ডা. এম. এ সালামের সভাপতিত্বে দরগাহ মহল্লার মুহিবুর রহমান মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১ কোহিনূর ইয়াসমিন ঝর্ণা।

সংঘের সহসভাপতি আলী মোস্তাক মিশকাতুল নূরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পায়রা সমাজ কল্যাণ সংঘ সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু, অর্থ সম্পাদক নিয়াজ মো. আজিজুর করিম, সহ-সভাপতি মুফতি আব্দুল খায়ির, প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল হক মানিক, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেইন, রিপন আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক রাসেল আহমদ, সাহেদুর রহমান শাবলু, প্রচার সম্পাদক মুছাদ্দিকুন্নবী, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক মাসুম, শাহ এমদাদুর রহমান, ফয়েজুর রহমান, শাহীন আহমদ, মাহফুজুল আলম শাকিল, আলকাছ মিয়া ও কামাল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পায়রা সমাজ কল্যাণ সংঘের ৩০ বছর পূর্তি উদযাপন পরিষদ এর আহবায়ক জাহাঙ্গীর আহমদ।

ইশতিয়াজ উদ্দিন ফুয়াদের পবিত্র কোরআন তেলাওয়াতের অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শফিকুল হক বেলাল, এ.এস জায়গীরদার বাবলা।

আপনার মন্তব্য

আলোচিত