মৌলভীবাজার প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০১৮ ১৩:৫৮

মৌলভীবাজারে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক  মিসবাউর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা চেম্বার্রস এন্ড কমার্সের সভাপতি কামাল আহমদ, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি,  সাধারণ সম্পাদক  সাইফুর রহমান রনি, সাগর ও মো: রাসেল প্রমুখ। কেকে কাটা শেষে এক আনন্দ র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ র‍্যালি শেষে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ সমাপনী বক্তব্য রাখেন।

এক প্রশ্নের জবাবে জেলা ছাত্রলীগ নেতা মো: রাসেল জানান, ছাত্রলীগ দেশের বৃহত্তম সংগঠন সে হিসেবে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই, কিন্তু সেই প্রতিযোগিতার সুযোগে যেন বহিরাগতরা অনুপ্রবেশ করে ছাত্রলীগের সুনাম নষ্ট করতে না পারে সে দিকে জেলা ছাত্রলীগ আরো জোরালো ভাবে নজর রাখবে।

আপনার মন্তব্য

আলোচিত