সংবাদ বিজ্ঞপ্তি

০৪ জানুয়ারি, ২০১৮ ১৮:২৫

প্রতিষ্ঠাবার্ষিকীতে মদন মোহন কলেজ ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের মদন মোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে কেক কেটে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগ নেতা ও মদন মোহন কলেজ ছাত্র সংসদের জিএস বিধান কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।

মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা রাসেল আহমদের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান সাদিকের পরিচালনায় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফারুক আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাবেক সম্পাদক সিদ্দিক আহমদ, জেলা যুবলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা দেলওয়ার আল আজহার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য সতীষ দেবনাথ ঝন্টু, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ দেবনাথ সাগর, সিলাম ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ইকরাম হোসেন বখত, শিমূলবাগ ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান জিতু, জেলা যুবলীগ নেতা জামাল উদ্দিন, জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ আলী আশরাফ সুহেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশিদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক হোসেন মুসা, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অপূর্ব দেবনাথ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজান আহমদ পারভেজ, চৌধুরী ময়নুল হক ইলিয়াছী দিনার, মহানগর ছাত্রলীগের সাবেক সম্পাদক সুদীন তালুকদার, বিদ্যুৎ ভূষণ দেব, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, ওয়ার্ড, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসই বাংলাদেশের ঐতিহ্যের ধারক বাহক। ছাত্রলীগকে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যেতে হবে। অতীতের ন্যায় ছাত্রলীগ ভবিষ্যতেও দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত রাখবে। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সময়ে আমাদের শপথ নিতে হবে দেশ বিরোধী ও স্বাধীনতা বিরোধী যে কোন চক্রকে বাংলার মাঠিতে প্রতিহত করতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থেকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে।

 

আপনার মন্তব্য

আলোচিত