সিলেটটুডে ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৮ ১৭:৪৪

সিলেটে কিশোরীর পুষ্টি ও স্বাস্থ্য সেবায় জবাবদিহিতামূলক সভা অনুষ্ঠিত

সিলেটে কিশোরীর পুষ্টি ও স্বাস্থ্য সেবায় জবাবদিহিতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ এক অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সেভ দ্যা চিলড্রেন এর উদ্যোগে ও ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সহযোগিতায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ সিলেটের সহ-সভাপতি সাদিয়া ইসলাম রিমি। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ মোহাম্মদ শাহেদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেন এর সূচনা প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. সাহেদ রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভুইঞা, জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ, সেভ দ্যা চিলড্রেন এর সূচনা কিশোরী উন্নয়ন ম্যানেজার সাজেদা বেগম, সেভ দ্যা চিলড্রেন এর সিআরজি সিনিয়র অফিসার আবু জাফর মো. হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত