সিলেটটুডে ডেস্ক

১৪ জানুয়ারি, ২০১৮ ১৯:০৭

শীতার্তদের রক্ষায় এগিয়ে আসুন : বাসদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে খাদিম বাগানে চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার ( ১৪ জানুয়ারি) বিকালে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

এসময় ছাত্র ফ্রন্ট নেতা সঞ্জয় শর্মার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, কোতোয়ালি থানা সমন্বয়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বিমানবন্দর থানা সমন্বয়ক প্রণব জ্যোতি পাল, দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয়ক পাপ্পু চন্দ, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা অমৃত রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের রাজিব দাস, সঞ্জিত শর্মা প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, ভয়াবহ এ ঠাণ্ডায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমজীবী মানুষ। শ্রমজীবীদের শীত নিবারণে পর্যাপ্ত শীতবস্ত্র নেই। সেই সাথে শীতে বাড়ছে বিভিন্ন রোগ। শীতার্ত মানুষের রক্ষায় সরকারের পর্যাপ্ত কোন ব্যবস্থা নেই।

বক্তারা শীতার্তদের রক্ষায় পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ এবং শীতে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাসদের চলমান ত্রাণ সংগ্রহ অভিযানে সহযোগিতা ও শীতার্তদের রক্ষায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।   

আপনার মন্তব্য

আলোচিত