সিলেটটুডে ডেস্ক

০৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:১৩

বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ক্যাবিনেট সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্টুডেন্ট কেবিনেটের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্টুডেন্ট কেবিনেটের প্রধান নির্বাচন কমিশনার ফাহিমা আক্তার তান্নির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল মেহেদী তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, সহকারী শিক্ষক সাইদুর রহমান জীবন, শিপন রুদ্র পাল, সাখাওয়াত হোসেন আকন্দ, সাজিয়া খানম, রহিমা আক্তার লিনা, মাওলানা জিলাল আহমদ, ওয়ারিছ আলী ও সুহেল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট কেবিনেটের নির্বাচিত সদস্য মামুন আহমদ তায়্যিব, সুমাইয়া ফাতিমা, জানু মিয়া, তানজিনা আক্তার, রেশমা আক্তার, গোলাম শাহরিয়ার, সিয়াম হোসেন খান তায়েফ, মরিয়ম ফেরদৌসি আনিকা প্রমুখ।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, পরিবেশ বজায় রাখতে ও গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলাবদ্ধ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ২৬ জানুয়ারি সারাদেশের ন্যায় বলদি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট নির্বাচন সম্পন্ন হয়।

আপনার মন্তব্য

আলোচিত