সিলেটটুডে ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:১৫

বালাগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

'বালাগঞ্জ ক্রিকেটার্স' এর আয়োজনে ঐতিহ্যবাহী বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে ১ম মাতৃভাষা দিবস টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শুরু হওয়া ৬ দিনব্যাপী এ টুর্নামেন্টের বাকি খেলাগুলো হবে আগামী ৯ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি, ১৪ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ২১ ফেব্রুয়ারি।

মঙ্গলবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা ওঠে। উদ্বোধন করেন বালাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিনহা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, "যুব সমাজকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে বা ঐ পথে যেতে অনাগ্রহী করে তুলতে ক্রীড়া একটি ভালো মাধ্যম। সেক্ষেত্রে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা সত্যি প্রশংসার দাবিদার।"

উদ্বোধনী অনুষ্ঠানের পর টুর্নামেন্টের প্রথম খেলায় থ্রি ষ্টার ক্রিকেট ক্লাব, রিফাতপুর ৩৭ রানে আতাশন ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। এরপর দিনের দ্বিতীয় খেলায় চরসুবিয়া ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭২ রানের জয় পায় উমরপুর ক্রিকেট ক্লাব।

আপনার মন্তব্য

আলোচিত