নিউজ ডেস্ক

০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:২০

রায়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সন্তুষ্টি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সন্তুষ্টি প্রকাশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে এই সন্তুষ্টি প্রকাশ করেন আইনজীবী নেতারা।  বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেটের পি.পি. মিসবাহ উদ্দিন সিরাজ এডভোকেট সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন।

অনুষ্ঠানে ফরম সংগ্রহ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা এডভোকেট, সিলেটের জি.পি. খাদেমুল মিল্লাত মো. জালাল এডভোকেট, সিনিয়র সদস্য মো. মনির উদ্দিন এডভোকেট, মো. আজিজুর রহমান এডভোকেট, মো. রাজ উদ্দিন এডভোকেট, মো. নিজাম উদ্দিন এডভোকেট, মো. ময়নুল ইসলাম এডভোকেট, কিশোর কুমার কর এডভোকেট, জসিম উদ্দিন এডভোকেট, সাবেক সভাপতি এ.এফ.এম. রুহুল আনাম চৌধুরী মিন্টু এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট, সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ এডভোকেট, সহ সভাপতি-২ মো. আনোয়ার হোসেন এডভোকেট, সিনিয়র সদস্য সর্বজনাব ময়নুল ইসলাম ফারুক এডভোকেট, খোকন কুমার দত্ত এডভোকেট, জ্যোর্তিময় পুরকায়স্থ কাঞ্চন এডভোকেট, মো. সুজাত আলী রফিক এডভোকেট, মো. নাসির উদ্দিন খান এডভোকেট, ফারুক আহমদ চৌধুরী এডভোকেট, মিসবাহ উদ্দিন চৌধুরী এডভোকেট, মো. আনোয়ার হোসেন এডভোকেট, সালেহ আহমদ সেলিম এডভোকেট, মো. ফখরুল ইসলাম এডভোকেট, মো. সামছুল ইসলাম এডভোকেট, বিপ্লব কান্তি দে মাধব এডভোকেট, মাসুক আহমদ এডভোকেট, দেওয়ান গৌছ আলী সুলতান এডভোকেট, মো. জহুরুল ইসলাম এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রাজ্জাক চৌধুরী জুবের এডভোকেট, আব্দুল মজিদ খান মানিক এডভোকেট, জোবায়ের বখত জুবের এডভোকেট, মো. আকমল খান এডভোকেট, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছাত্তার এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার পান্না লাল দাস এডভোকেট, সহ-সম্পাদক ইমরান আহমদ এডভোকেট প্রমুখসহ শতাধিক আইনজীবী।

জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ ময়নুল ইসলাম এডভোকেট ও মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক কিশোর কুমার কর এডভোকেট এর নেতৃত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ এডভোকেট ও সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ এডভোকেট এর সহযোগিতায় ফরম বিতরণ কার্যক্রম প্রতি কার্যদিবসে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত সমিতির বিভিন্ন বার হলে পরিচালিত হইবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত