সংবাদ বিজ্ঞপ্তি

০৯ ফেব্রুয়ারি , ২০১৮ ১১:২৫

আজ বাংলা একাডেমিতে মূল প্রবন্ধ পড়বেন গবেষক সুমনকুমার দাশ

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৮টায় ঢাকায় চলমান অমর একুশে বইমেলায় বাংলা একাডেমির মূল মঞ্চে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ পড়বেন লোকসংস্কৃতিবিষয়ক গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ। তাঁর প্রবন্ধের বিষয় : ‘উকিল মুন্সী, রশিদ উদ্দিন ও বারী সিদ্দীকী : নেত্রকোনার ত্রিরত্ন’।

সভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক নূরুল হক। সম্প্রতি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জমান খান স্বাক্ষরিত এক পত্রে তাঁকে এ সেমিনারে মূল প্রবন্ধ পড়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ্য, সুমনকুমার দাশের জন্ম সুনামগঞ্জের শাল্লা উপজেলার সুখলাইন গ্রামে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। সম্পাদনা করছেন ‘দইয়ল’ নামের গানের একটি ছোটোকাগজ।

আপনার মন্তব্য

আলোচিত