সিলেটটুডে ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:৫৫

সিলেটে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় সিলেটের এমসি কলেজ মাঠে স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৭-২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।  

স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রাইম ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক আবু আশরাফ সিদ্দিকী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, জেলা ক্রিকেট কমিটির সভাপতি এডভোকেট সুপ্রিয় চক্রবর্ত্তী ও সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, বিসিবি’র সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম মাহমুদ ইমন, বিসিবি’র সিলেট জেলা ক্রিকেট কোচ মারুফ হাসান, ক্রিকেট কোচ রানা মিয়া, সিলেট জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ.ইউ.দীপু। এসময় প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখা প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

উদ্বোধনী খেলায় দি এইডেড হাই স্কুল, সিলেট এর মুখোমুখি হয় ওসমানী মেডিকেল হাই স্কুল ।

প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগের জন্য সিলেটের সর্বস্থরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি, জেলা ক্রিকেট কমিটির সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

আগামীকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) পিডিবি হাইস্কুল বনাম রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলা সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত