সংবাদ বিজ্ঞপ্তি

০৯ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:৫১

বঙ্গবীর ওসমানী চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি)  দুপুর ২টায় নগরীর ওসমানী জাদুঘরে বঙ্গবীর ওসমানী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আব্দাল, ওসমানী জাদুঘরের কিপার মো. জিয়ারত হোসেন খান, বিশিষ্ট রোটারিয়ান শামীম আহমদ, সিলেট জেলা বারের এপিপি এডভোকেট রাসিদা সাইদা খানম, চিত্রাঙ্কন কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট সাজ্জাদুর রহমান, পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক জাবেদ আহমদ, যাদু শিল্পী মো. বেলাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান পপু, এস.এম শওকত আমিন তৌহিদ, খালেদ মিয়া, সুদীপ বিদ্য, সফিকুর রহমান সফিক, ফাইয়াজ হোসেন ফরহাদ, মো. আনোয়ার হোসেন, সাজ্জাদুর রহমান, জাহাঙ্গির আলম, ইফতিয়ার হোসেন আরাফাত, আসিকুর রহমান রব্বানী, ইমরান হোসেন, হেলাল উদ্দিন, এডভোকেট বাবলী ভৌমিক, ছালেহ আহমদ, সৈয়দ বাহলুল, শফিউল আলম প্রমুখ।

এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দেড় শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। আগামী ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীদের নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে পুরস্কার প্রদান করা হবে। এইদিন অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান পরিষদের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত