সংবাদ বিজ্ঞপ্তি

২৬ মার্চ, ২০১৮ ২৩:০০

সিলেটে সমকাল সুহৃদের স্বাধীনতা দিবস পালন

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে সমকাল সুহৃদ সমাবেশ মহান স্বাধীনতা দিবস পালন করেছে। সোমবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুহৃদরা।

পরে সুহৃদ সমাবেশের সবাই সমকাল সিলেট ব্যুরো আলোচনা সভায় মিলিত হন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একাত্তরে বাঙালির মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন হাজারো বাঙালি। তাদের আত্মত্যাগের ফলেই জাতি স্বাধীন দেশ পেয়েছে। বর্তমান প্রজন্মের দায়িত্ব বীর শহীদ ও বীরাঙ্গনাদের ত্যাগের মর্যাদা রাখা। সুহৃদ সমাবেশ নিরন্তর সেই লক্ষে কাজ করছে। জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

সুহৃদ সমাবেশ সিলেট জেলার সভাপতি সুব্রত বসু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসমা আক্তার মনি’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, জ্যেষ্ঠ সুহৃদ জেসমিন সুলতানা, জেলা সুহৃদের সিনিয়র সহ-সভাপতি সুজিত দাশ, সহ-সভাপতি হেনা মম, যুগ্ম সম্পাদক সুপ্রদ্বীপ রায় জয়, সাংগঠনিক সম্পাদক সজীব চৌধুরী, অর্থ সম্পাদক পঙ্কজ কান্তি রায়, প্রচার ও প্রকাশনা সাবের হোসেন রানা, ক্রীড়া সম্পাদক আব্দুল আলীম, সমাজ কল্যাণ সম্পাদক উৎপল দাস, নারী বিষয়ক সম্পাদক শারমিন আরা মুন্নী, পাঠচক্র সম্পাদক লিটন শীল, সুহৃদ লুৎফুর রহমান উজ্জ্বল, অভিজিৎ দাস, রূপা কর্মকার, জুলি আক্তার জেসি, হারুন মিয়া ও ছোট্ট সুহৃদ ওয়ায়েস আহমেদ রবিন।

আপনার মন্তব্য

আলোচিত