সংবাদ বিজ্ঞপ্তি

১২ মে, ২০১৮ ২৩:৪৯

শাহপরান সাহিত্য ফোরামের নিয়মিত সাপ্তাহিক আসর অনুষ্ঠিত

শাহপরান সাহিত্য ফোরাম সিলেট এর ৯ম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর শুক্রবার (১১ মে) বিকেল ৪টায় আম্বরখানাস্থ মান্নান সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়।

শাহপরান সাহিত্য ফোরাম এর সভাপতি কলামিস্ট ড. মাওলানা লোকমান হেকিমের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক, ইংরেজি ম্যাগাজিন দি আর্থ অব অটোগ্রাফ এর সম্পাদক আব্দুল কাদির জীবনের সঞ্চালনায় লায়েক আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাহিত্য আড্ডা শুরু হয়।

সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ মো. শওকত আলী।

লেখা পাঠ ও আলোচনায় গ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি উপন্যাসিক সিরাজুল হক, কবি সৈয়দ আছলাম হোসেন, কবি কামাল আহমদ, কবি জয়নাল আবেদীন বেগ, সৈয়দ মুক্তদা হামীদ, তাহির মিয়া, মো. আব্দুল জলিল, মো. রাহেল, সৈয়দ বেলাল আহমদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জয়নুল আবেদীন।

প্রধান অতিথি শিক্ষাবিদ মো. শওকত আলী বলেন, আমাদের সকলের প্রত্যাশা বাংলাদেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর। আর সে জন্য দরকার মেধার বিকাশ ঘটানো। মেধার বিকাশ ঘটাতে সাহিত্য ও সংস্কৃতি চর্চা খুবই জরুরী। সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটার পাশাপাশি মানুষের চরিত্র ও বৈশিষ্ট্যেই তা প্রস্ফুটিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত