সংবাদ বিজ্ঞপ্তি

০৪ অক্টোবর, ২০১৮ ১৮:৩৪

ব্রিটেনে কমিউনিটি সংগঠনের সাথে সিলেট চেম্বার সভাপতির মতবিনিময়

ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাথে যুক্তরাজ্যে সফররত সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসসি ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সারাবিশ্বে বর্তমানে আইটি বিপ্লব চলছে। বাংলাদেশও এ খাতে পিছিয়ে নয়। বর্তমান সরকার আইটি খাতে দেশকে এগিয়ে নিতে সিলেট অঞ্চলকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং সিলেটে বাংলাদেশে সর্বপ্রথম হাই-টেক পার্ক নির্মাণ হচ্ছে।

তিনি ব্রিটেনে বসবাসরত সিলেটীদের এ সুবর্ণ সুযোগ গ্রহণ করার আহবান জানান। তাছাড়া পর্যটন নগরী সিলেট এবং শ্রীহট্ট সিলেট ইকোনোমিক জোনে বিনিয়োগেরও আহবান জানান।

সভায় জিএসসির নেতৃবৃন্দ ব্রিটেনে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।

মতবিনিময় সভায় জিএসসির মো. ইসবাহ উদ্দিন, সুফি সোহেল আহমদ, জিএসসির সকল কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত