গোয়াইনঘাট প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০১৮ ১৪:২২

গোয়াইনঘাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটের গোয়াইনঘাটে ‘দক্ষিণ প্রতাপপুর ফুটবল টুর্নামেন্টের ২০১৮’ শুরু হয়েছে। শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেট শুরু হয়।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিয়াইন পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও সরকারের সফলতা নজর কাড়া। সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়া ব্যবস্থাপনাকে সফলতার দোরগোড়ায় নিয়ে এসেছেন।

তিনি আরো বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ, পর্যাপ্ত প্রশিক্ষণ ব্যবস্থা, নজরধারি ও এখাতে পর্যাপ্ত বরাদ্দের কারণে দেশের ক্রীড়াখাত প্রতিনিয়তই সফল হতে চলেছে। দেশের ক্রীড়াঙ্গনের এ সফলতার নায়কও জননেত্রী শেখ হাসিনা। 

আব্দুল মালিক বলেন, ক্রীড়াঙ্গনে আমাদের প্রধানমন্ত্রীর দৃঢ়তায় তা দ্রুত প্রসারিত হচ্ছে।  খেলাধুলায় বহির্বিশ্বেও বাংলাদেশ শক্ত অবস্থানে রয়েছে। এ ধারাবাহিকতা এগিয়ে নিতে বর্তমান সরকারের নিরলস প্রয়াসও অব্যাহত রয়েছে।

আয়োজক কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আলী আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মাসুক আহমদ, জালাল উদ্দিন, পিয়াইন পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন, যুগ্ম সম্পাদক রমাস্তাফিজুর রহমান লিলু, যুবলীগনেতা হেলাল উদ্দিন, নজরুল ইসলাম, আজিজুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগনেতা আব্দুর রাজ্জাক, আব্দুস শহিদ, বাহারুল আলম বাহার, আব্দুল করিম, শাহ আলম প্রমুখ।

উদ্বোধনী খেলায় গোয়াইনঘাট আদর্শ স্পোটিং ক্লাব ৪-১ গোলে বিছনাকান্দি ফুটবল দলকে পরাজিত করে।

আপনার মন্তব্য

আলোচিত