সংবাদ বিজ্ঞপ্তি

০৬ অক্টোবর, ২০১৮ ১৮:৪৮

মোমিনছড়া চা-বাগান শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন

মোমিনছড়া চা-বাগানে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভা শেষে মুক্তা রাণী আচার্যকে সভাপতি, লিটন কুমার মৃধা ও জালাল মিয়াকে সহসভাপতি, হৃদয় ছত্রীকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট মোমিনছড়া চা-বাগানে ফেডারেশনের কমিটি গঠন করা হয়।

শনিবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় এ কর্মীসভা ও কমিটি গঠন করা হয়।

পঞ্চায়েত কমিটির সভাপতি সভাপতি লিটন কুমার মৃধার সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা বিশিষ্ট শ্রমিক নেতা আবু জাফর, ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ। বাগান শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তা রানী আচার্য, জামাল মিয়, ভারতী গোয়ালা, মাইজুন বেগম, মিন্টু মৃধা, বাসন্তি সিং প্রমুখ।

কর্মীসভায় বক্তারা বলেন, মজুরি বাড়ানোর অজুহাতে বিভিন্ন বাগানে মালিকপক্ষ নিরিখ বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, যা কোনভাবে গ্রহণযোগ্য নয়। বক্তারা, দুর্গাপূজার আগে মালিকপক্ষকে শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাসের প্রদানের জন্য আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত